নেত্রকোনায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা
নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের ময়মনসিংহ লুনুই গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। ওই কলহের জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে একপর্যায়ে ফারজানা আক্তার ক্ষোভে ঘরে থাকা কীটনাশক পান করেন। এসময় অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. আ. সাত্তারের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, রোগী আশঙ্কামুক্ত।
কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পথে ফারজানার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
জানা গেছে, মৃত ফারজানা আক্তার (২৫) ময়মনসিংহ লুনুই গ্রামের মো. ইলিয়াসের স্ত্রী এবং মো. আব্দুল গফুর ও নাজিরা আক্তারের মেয়ে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সময়/আরআর