ডেমরায় দুই ভাতিজাকে কুপিয়ে জখম, চাচা গ্রেপ্তার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৪
শেয়ার :
ডেমরায় দুই ভাতিজাকে কুপিয়ে জখম, চাচা গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় পেঁপে গাছের ডাল বাকা করাকে কেন্দ্র করে শিহাব (২২) ও ফয়সাল (২৮) নামে আপন দুই ভাতিজাকে কুপিয়ে গুরুতর জখম করেছে আপন চাচা-চাচি। 

এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে অভিযুক্ত চাচা রহমত উল্লাহকে (৫২) গ্রেপ্তার করে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। ওই দিন সকালে ভুক্তভোগীদের মা সাবিনা ইয়াসমিন (৪৯) তার দেবর রহমতুল্লাহ ও তার স্ত্রী কারিমা’র (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শুকুরশী এলাকার সলিমুল্লাহর বাড়ীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘গত সোমবার রাতে ভুক্তভোগী শিহাবের গায়ে চাচার পেঁপে গাছের ডগা লাগলে সে ওই ডগা বাঁকা করে দেয়। এতে ক্ষিপ্ত হন চাচা-চাচি। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে শিহাবের হাত কেটে যায়। এসময় শিহাবকে বাঁচাতে এগিয়ে গেলে তার বড় ভাই ফয়সালকেও বেলচা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন অভিযুক্তরা। এ ঘটনায় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের পরিবারের বরাতে ওসি আরও জানান, বাদির স্বামী মো. সলিমুল্লাহ ও দেবর রহমত উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে গাছ সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আহতদের ওপর এই হামলা চালানো হয়েছে। এদিকে মামলার পরপরই পুলিশ রহমত উল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আমাদের সময়/আরআর