সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অভিজ্ঞ পেশাজীবী মো. আবদুল মোতালেব। দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে আর্থিক ও আইসিটি খাতে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। তাঁর এই নিয়োগকে সিডিবিএলের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের চলমান ডিজিটাল রূপান্তরের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছে। পর্ষদের বিশ্বাস, মোতালেবের দূরদর্শী নেতৃত্বে সিডিবিএল আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
প্রকৌশলী মোতালেব ২০১৮ সালে সিডিবিএলে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ