মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হলো জার্নি আউটডোরস
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য লিজ চুক্তি স্বাক্ষর করেছে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি বিদেশি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়ে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জার্নি আউটডোরসের নাম যুক্ত হলো।
সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপনের লক্ষ্যে ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
বেপজা জানায়, বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ, উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়া। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি বছরে ১৬ মিলিয়ন পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে। যার মধ্যে রয়েছে- আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শর্টস, বিভিন্ন ধরনের জ্যাকেট যেমন- (ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটার প্রুফ, উইন্ডপ্রুপ, কৃত্রিম চামড়ার জ্যাকেট), আউটওয়্যার পোশাক, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, মাছ ধরার পোশাক, হাইকিং পোশাক, ইয়োগা পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, নিটেড শর্টস, গল্ফ খেলার পোশাক, ক্যাজুয়াল স্কার্ট, ব্যাকপ্যাক, ক্রস-বডি ব্যাগ, তাঁবু, স্লিপিং ব্যাগ, হ্যামক, আউটডোর ক্যানোপি তাঁবু, হ্যাট, গ্লাভস, মোজা, স্কার্ফ। প্রতিষ্ঠানটিতে ৩ হাজার ৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জার্নি আউটডোরস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সেবা ও সহায়তা প্রদানের পাশাপাশি একটি নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এখন পর্যন্ত জার্নি আউটডোরস বাংলাদেশসহ মোট ৫০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং জার্নি আউটডোরস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।