ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতে আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে মোন্থা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ৩ থেকে ৪ ঘণ্টা স্থলে তাণ্ডব চালাবে স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূল অতিক্রম করবে বিধায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আবহাওয়া বিভাগ আরও জানায়, ‘সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস