নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে সালমান

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৯
শেয়ার :
নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে সালমান

‘বিগ বস’-এর ১৯তম আসরে নারীবিদ্বেষী মন্তব্য করে বড় বিতর্কে জড়ালেন সালমান খান। এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে ভাইজানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এমনই?’

এই কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ‘ফারহানার যখন বিয়ে হবে, তখন কী বলবে; ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে, প্লেট ভাঙে। ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।