মিস ইউনিভার্সে অংশ নিতে থাইল্যান্ডে মিথিলা

বিনোদন সময় প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ০৮:২১
শেয়ার :
মিস ইউনিভার্সে অংশ নিতে থাইল্যান্ডে মিথিলা

বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বসছে ‘মিস ইউনিভার্স ২০২৫’। প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে সেখানে পৌঁছেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে এবার বাংলাদেশ থেকে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তিনি।

মিথিলা বলেন, ‘আমি খুব এক্সাইটেড। এত বড় মঞ্চে নিজ দেশকে প্রতিনিধিত্ব করব ভেবে দারুণ লাগছে। সবাই দোয়া করবেন।’

এবার মিস ইউনিভার্সের ৭৪তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিসেম্বরে হবে চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)। এর আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে অংশ নিতে হবে বিভিন্ন রাউন্ডে। প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারবেন সুন্দরীরা।