আসছে ‘ফ্যামেলি ম্যান’ থ্রি
ওটিটি প্লাটফর্মে ‘ফ্যামিলি ম্যান’ এমন একটি সিরিজ, যা পরপর দুই সিজনে নিজের জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছিল। তবে ২০১৯ সালে পরপর দুই সিজন মুক্তি পাওয়ার পর তৃতীয় পর্বের জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছরেরও বেশি সময়।
অবশেষে হলো অপেক্ষার অবসান। অ্যামাজন প্রাইম ভিডিওর সোশ্যালে ঘোষণা এল সিরিজটি মুক্তির।
সোশ্যালে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, গত চার বছরে ঘটে যাওয়া ঘটনার কিছু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছেন প্রিয়মনি। অভিনেত্রীকে বলতে শোনা যায়, আমার মেয়ে কলেজ যাওয়া শুরু করে দিয়েছে, ছেলে শুরু করে দিয়েছে ব্যালে শেখা। অবশেষে ছেলে কিছু কাজের কাজ করছে।
অভিনেত্রীকে আরো বলতে শোনা গেছে, কিন্তু আমাদের তিওয়ারি জি ৪ বছর ধরে একটা কাজই করে যাচ্ছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রিয়মনির কথার মধ্যেই দেখতে পাওয়া যায় মনোজ গার্গেল করতে করতে প্রবেশ করছেন ঘরে। কিন্তু এই গুনগুন এক মিনিটের জন্য থেমে থাকছে না। ডাক্তারের কাছে গিয়েও গুনগুন করছেন মনোজ। মনোজের যে গানের শখ হয়েছে সে কথা ভেবে গানের শিক্ষকও রাখা হয়েছিল কিন্তু মনোজের গান শুনে বিরক্ত তিনি।
রান্নাঘর থেকে ডিউটির সময়, সব সময় মনোজের গুনগুন শুনে বিরক্ত আশপাশের সবাই। কিন্তু অবশেষে যা হলো তা দেখে চক্ষু চরকগাছ সবার।
আ আ আ করতে করতেই মনোজ একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলেন, ‘আমি আসছি।’ এরপরই ঘোষণা করা হয় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজের মুক্তির তারিখ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, আগামী ২১ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে সিরিজের নতুন পর্ব।
আমাদের সময়/কেইউ