কেনিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৯:১৭
শেয়ার :
কেনিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১১

কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে যাত্রা করা একটি ছোট বিমান আজ বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে থাকা ১১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

ছোট আকারের বিমানটি পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানে অবস্থিত বিমানঘাঁটি কিচওয়া টেম্বোর দিকে যাত্রাকালে স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় বিধ্বস্ত হয়।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিল।

গত আগস্ট মাসে নাইরোবির উপকণ্ঠে এনজিও আমরেফ-এর একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত এবং আরও দু’জন আহত হয়।