মেলিসার প্রভাবে জ্যামাইকায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৭:১২
শেয়ার :
মেলিসার প্রভাবে জ্যামাইকায় ৩ জনের মৃত্যু

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ক্যারিবিয়ান দীপপুঞ্জের দেশ জ্যামাইকায়।  এই ঝড় জ্যামাইকায় আঘাত হানার আগেই সোমবার সন্ধ্যায় প্রবল বাতাস এবং বর্ষণের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসার মুখে জ্যামাইকা। মার্কিন আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়টি “প্রাণঘাতী ও বিপর্যয়কর” হতে পারে। হারিকেন মেলিসা ক্যাটাগরি ৫ ঝড়, যা সর্বোচ্চ শক্তির ঝড় হিসেবে পরিচিত।

জ্যামাইকায় ঘূর্ণিঝড় বিরল ঘটনা নয়, তবে সরাসরি আঘাত বিরল ঘটনা। মেলিসায় বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিমি)। ঝড়টি তীব্র হয়ে উঠছে এবং মঙ্গলবার ভোরের দিকে ক্যারিবিয়ান দ্বীপে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

এর আগে হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে মেলিসার তাণ্ডবে চারজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের ধীর গতির কারণে কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে প্রবল বর্ষণ হতে পারে, যা প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে।