অবশেষে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’
অবশেষে ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমা মুক্তির। ‘শাটিকাপ’খ্যাত মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর খুলনায়। আর এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে এটি দেখা যাবে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের অফিসিয়াল ফেজবুক পেজে সিনেমাটি মুক্তির ঘোষণা আসে। ক্যাপশনে লেখা হয়, ‘নভেম্বরের ৭ তারিখে আসছে দেলুপি খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে পরের সপ্তাহ ১৪-তে। টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুফুরা/ দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’
অর্থাৎ সিনেমাটি প্রথম মুক্তি পাচ্ছে এর ‘জন্মস্থান’ খুলনায়, যে কারণে সেখানেই প্রথম প্রদর্শনী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ প্রসঙ্গে তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা, সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশকিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করব। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’
এরইমধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শক বেশ পছন্দ করেছেন। শিগগিরই আসছে ট্রেলার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে মূলত খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক-বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। তখন তা শুধু এই অঞ্চলের নয়, বরং দেশের সর্বস্তরের মানুষ তাদের জীবনের সঙ্গে সিনেমাটি মেলাতে পারবেন বলে জানান নির্মাতা।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’