ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল।মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চার কমিশনার রয়েছেন। আর জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ ছাড়া প্রতিনিধিদলে আরও আছেন- সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তবে বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে কেউই গণমাধ্যমে কথা বলেননি।
এর আগে গত ২৩ অক্টোবর দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশনের প্রতি ইসলামী ব্যাংকসহ ইসলাম সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় কমিশনে। ভোটের নিরপেক্ষতা ধরে রাখতেই এমন সিদ্ধান্তের আহ্বান জানায় বিএনপি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর ঠিক তিন দিনের মাথায় ইসিতে দেওয়া বিএনপির সেই পত্রের জবাব দেয় জামায়াত। বিএনপির এমন দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দেন দলটির সেক্রেটারি।
আমাদের সময়/এএস