আবার শাকিবের নায়িকা ইধিকা
এক সময় কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন ইধিকা পাল। কিন্তু ২০২৩ সালের জুন মাসে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র মধ্যদিয়ে সিনেমায় অভিষেক ঘটে তার। অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। সেই থেকে শুরু। ‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। এরপর আবারও শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ‘বরবাদ’ সিনেমায়।
এবার আবারও শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা দেখা যাবে তাকে! প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া থেকে হানিয়া আমিরের নামের গুঞ্জন ছাড়ানো হলেও শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার এই অভিনেত্রী।
সিনেমা সংশ্লিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিক আছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি হয়েছে। আর নায়িকাকে ইতিমধ্যেই ১৫ লাখ রুপি দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে একটু সময় নেওয়া হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার অ্যান্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমার পরিচালক হলেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট