ঢাকার স্বর্ণ চুরি মামলায় চুয়াডাঙ্গায় ২ যুবক গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৪:০১
শেয়ার :
ঢাকার স্বর্ণ চুরি মামলায় চুয়াডাঙ্গায় ২ যুবক গ্রেপ্তার

ঢাকার হাতিরঝিল থানায় দায়ের হওয়া স্বর্ণ চুরির মামলার সূত্র ধরে চুয়াডাঙ্গা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে সদর থানা ও হাতিরঝিল থানা পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আব্দুল আজিজের ছেলে রহিম (২৬) এবং কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের মামুনুর রশিদের ছেলে আবদুল আল সাউদ প্রান্ত (২৬)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘হাতিরঝিল নিউ স্কাটন এলাকার এক কানাডা প্রবাসীর বাসা থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। ঘটনার পর হাতিরঝিল থানা পুলিশ প্রথমে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে রহিম ও প্রান্তকে আটক করা হয়।’

তিনি জানান, গ্রেপ্তারকৃত রহিমের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার এবং প্রান্তের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রান্ত আগে চুয়াডাঙ্গায় অবস্থান করতেন। সে সময় থেকেই তার সঙ্গে রহিমের পরিচয় গড়ে ওঠে, যা পরবর্তীতে চুরির ঘটনায় তাকে সম্পৃক্ত করা হয়।

গ্রেপ্তারকৃতদের রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি খালেদুর রহমান। 

তিনি আরও জানান, মামলাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আমাদের সময়/আরআর