হারিকেন মেলিসা: বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি জ্যামাইকা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮
শেয়ার :
হারিকেন মেলিসা: বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি জ্যামাইকা

ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা। দ্বীপজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। ইতোমধ্যেই সেখানে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই দ্বীপটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যেই বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ‘শক্তিশালী এই ঝড় বিধ্বংসী ও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।’ 

ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই পানি বাড়তে শুরু করেছে জ্যামাইকার বিভিন্ন স্থানে। ছবি: বিবিসি

বিবিসি জানায়, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসা মেলিসা এখন সর্বোচ্চ স্তরের ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়। ক্রমেই এর গতি বাড়ছে।

জ্যামাইকার পাশাপাশি হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও এই ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ‘ঝড়টির অগ্রগতি ধীরগতির হওয়ায় দীর্ঘসময় ধরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। আর এটি মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার বিচারে মেলিসা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। 

কিংস্টনের একটি প্রাইমারি স্কুলের আশ্রয়কেন্দ্র। ছবি: বিবিসি

বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে এটি ১৮৫১ সালে রেকর্ড শুরুর পর থেকে জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হবে বলে জানিয়েছে বিবিসির অংশীদার সিবিএস।

এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান সতর্ক করে বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই কেউ যেন ঘরের বাইরে না যায়। ঝড়ের কেন্দ্র অতিক্রমের সময় বাইরে বের হবেন না। খুব দ্রুত গতিতে পুরো দ্বীপ পেরিয়ে যাবে মেলিসা।’

সংস্থাটির হিসাব অনুযায়ী, আগামী চারদিনে জ্যামাইকায় প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এদিন এই পরিস্থিতি মোকাবিলায় জ্যামাইকা সরকার রাজধানী কিংস্টনের কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন বিবিসিকে বলেন, মরা এমন ঝড় আগে কখনো দেখিনি। পুরো অক্টোবরজুড়ে বৃষ্টি হয়েছে। এর সঙ্গে মেলিসার ভারী বৃষ্টি যুক্ত হলে ভয়াবহ বন্যা ও ভূমিধস হবে।’

তিনি জানান, দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র সক্রিয় করা হয়েছে এবং সেখানে সবাই বিনামূল্যে থাকতে পারবেন।

আমাদের সময়/আরআর