মাওলানার স্বীকারোক্তি, নিজেই বাসে করে যান পঞ্চগড়ে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১১:০৭
শেয়ার :
মাওলানার স্বীকারোক্তি, নিজেই বাসে করে যান পঞ্চগড়ে

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ মিয়াজি অপহরণের রহস্য উন্মোচন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান এ তথ্য জানান।

জাহিদুল হাসান আরও জানান, গত বুধবার (২২ অক্টোবর) টঙ্গীর বিটিসিএল টিএনটি কলোনির জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ মিয়াজি নিখোঁজ হন। এরপর বৃহস্পতিনার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় জেলা তেতুলিয়া থানাধীন পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে শিকল বাধা অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই অপহরণের ঘটনায় সনাতনধর্মাবলম্বী সংগঠন ইসকনকে দায়ী করে প্রথমে মাওলানা মহিবুল্লাহর ছেলে মো. মোহামুদুল্লাহ বাদী হয়ে টঙ্গি পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর মাওলানা মহিবুল্লাহ নিজে ইসকনকে দায়ী করে অপর আরেকটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ কমিশনার জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এ ঘটনায় তদন্ত শেষে জানতে পারেন, মাওলানা মহিবুল্লাহ মিয়াজি নিজেই শ্যামলী পরিবহনের একটি বাসে করে পঞ্চগড়ে যান। তিনি যেন অস্বীকার করতে না পারেন, এজন্য তার সহযাত্রী ও বাসের সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া টিকিটে তার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। মাওলানা মহিবুল্লাহ মিয়াজি নিজেও এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) তাকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আমাদের সময়/আরআর