বাড়ছে প্রাথমিকের প্রধান শিক্ষকের আর্থিক ক্ষমতা
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা ও শিক্ষক সংকটে গতি আনতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রধান শিক্ষকদের হাতে বাড়ছে আর্থিক ক্ষমতা, বাড়ছে ‘সিøপ ফান্ডে’ বরাদ্দের পরিমাণ। পাশাপাশি নভেম্বরে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (সিøপ) ফান্ডের সীমা বাড়িয়ে দেড় লাখ থেকে তিন লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই। গতকার সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, প্রধান শিক্ষকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তারা যেন বিদ্যালয়ের ক্ষুদ্র সংস্কার, পানীয়জলব্যবস্থা, টয়লেট ও শ্রেণিকক্ষের উন্নয়ন নিজেরাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে করতে পারেন।
নভেম্বরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি : দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন করে নিয়োগের উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে। আগামী নভেম্বরের প্রথম ধাপে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবেÑ জানিয়েছেন আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, শিক্ষক নিয়োগবিধি চূড়ান্তের পথে। আশা করছি নভেম্বরেই বিজ্ঞপ্তি দিতে পারব।