সাহসী চরিত্র নিয়ে মুখ খুললেন তাসনিয়া ফারিণ
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমাতে। এরইমধ্যে পেরিছে চার মাস। এবার কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত নতুন সিনেমায় কাজের আলোচনা করতে ভারতে গেছেন তিনি। সেখানে গিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফারিণ।
সাক্ষাৎকারে ফারিণের কাছে জানতে চাওয়া হয় সাহসী দৃশ্যে অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে স্পষ্ট করে কিছু না বলেননি। বরং স্বাভাবিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তিনি বলেন, ‘কোন দৃশ্য সাহসী? তার মাপকাঠি কী? আমার জানা নেই। তাই উত্তরও অজানা (হাসি)।’
দুই বাংলার কাজের ধরন সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘কাজের ধরন হয়তো একটু আলাদা। আমাদের (বাংলাদেশ) স্বাধীন কাজ তুলনায় হয়তো বেশি হয়। এখানকার (ভারত) কাজ অনেক বেশি সুসংগঠিত, পেশাদার। এর বাইরে পার্থক্য সে রকম কিছু নেই। একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক— পার্থক্য কই?’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভারতীয় ধারাবাহিকে নাটকে অভিনয় করতে চান কী না জানতে চাইলে ফারিণ বলেন, ‘মনে হয় পারব না। কারণ, ধারাবাহিকগুলো অনেক সময় ধরে চলে। তার জন্য সব ছেড়ে আপনাদের কাছে থাকতে হবে। অতটা সময় সত্যিই দিতে পারব না। আমায় তো নিজের দেশেও কাজ করতে হবে। তবে আমি কিন্তু আপনাদের ছোটপর্দার নায়ক ঋষি কৌশিকের সঙ্গে অভিনয় করেছি। আমাদের দেশে এসে কাজ করে গিয়েছেন।’
প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। এবার দ্বিতীয় ছবিতে দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ