নিখোঁজের পাঁচদিন পর হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিককে উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ১৯:৩১
শেয়ার :
নিখোঁজের পাঁচদিন পর হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিককে উদ্ধার

কুমিল্লার হোমনা থেকে নিখোঁজের পাঁচদিন পর হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক দিদার মিয়াকে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

দিদার হোমনা দুলালপুর ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি স্থানীয় পত্রিকা ‘হোমনার আলো’র স্টাফ রিপোর্টার। পাশাপাশি পৌর সুপার মার্কেটে তার একটি কসমেটিকসের দোকান রয়েছে। গত ২২ অক্টোবর (বুধবার) ব্যবসার কাজে ঢাকায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার (২৫ অক্টোবর) তার মা বিলকিস বেগম হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

উদ্ধার হওয়া দিদার জানান, সকালে অটোরিকশায় বাসস্ট্যান্ডে গিয়ে কুমিল্লাগামী বাসে উঠেন। পথে বাতাকান্দিতে নেমে রাস্তার পশ্চিম পাশের একটি দোকানে নাশতা করেন। নাশতা সেরে রাস্তায় উঠার পর কী হয়েছে- তার কিছুই মনে নেই। কয়েকদিন পর মিরসরাইয়ের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।

চিকিৎসাধীন দিদার আরও জানান, সম্প্রতি এলাকার একটি আপত্তিকর ঘটনার সংবাদ প্রচার করেছিলেন। এতে ক্ষুব্ধ পক্ষ তাকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। এ সংক্রান্ত ঘটনায় তিনি থানায় জিডি করেছিলেন। ওই ঘটনার জেরেই অপহরণের শিকার হয়েছেন বলে পরিবারের ধারণা।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিদারকে জীবিত উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ, এটি স্বস্তির বিষয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সোমবার দিদারের খোঁজখবর নিতে হাসপাতালে যান কুমিল্লা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তিনি চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এদিকে সাংবাদিক নেতারা দ্রুত তদন্তের মাধ্যমে দিদারের ওপর বর্বরতার নেপথ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সত্য অনুসন্ধানী কলম কখনোই অপরাধীদের শত্রুতা পাওয়ার যোগ্য নয়।

আমাদের সময়/আরডি