তিন দিনেই ‘পিতা পুত্রের বয়স’ নাটকের ভিউ ৭৫ লাখ
জুলফিকার ইসলাম শিশির পরিচালিত নতুন নাটক ‘পিতা পুত্রের বয়স’ ইউটিউবে প্রথম দিন ছিল ৫০ লাখ ভিউ। আর তিন দিনেই এটির ভিউ ৭৫ লাখের মাইলফলক স্পর্শ করেছে। কমেডি ঘরানার নাটকটিতে পিতা চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অনামিকা মন্ডলের লেখা নাটকটিতে পিতা ও পুত্রের বয়সের ব্যবধান নিয়ে সৃষ্ট হাস্যরসাত্মক ভুল বোঝাবুঝি নাটকটির প্রধান চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাফসান ইমতিয়াজ শান্ত। তার বিপরীতে অভিনয় করেছেন অদিতি জামান স্নেহা। এ ছাড়া অভিনয় করেছেন মৌ শিখা, রিমু রোজা খন্দকার, ফারহাদ লিমন, ফাতেমা হিরাসহ আরও অনেকে।
নাটকটির এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক জুলফিকার ইসলাম শিশির বলেন, ‘পিতা পুত্রের বয়স’ নাটকটিতে বয়সের কম ব্যবধানকে হালকা কমেডির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পারিবারিক আবহে সামাজিক এই অনুষঙ্গকে রোমাঞ্চকরভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের ভালোবাসায় সেই চেষ্টা সফল হলো বলে আমার বিশ্বাস। নাফ এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গল্পে দেখা যায়, পিতা ও পুত্র দুজনকেই দেখতে প্রায় একই রকম বয়সের এবং বন্ধুর মতো দেখায়, এটা নিয়েই সবাই বিভ্রান্ত আর এই বিভ্রান্ত নিয়ে সব মজার ঘটনা ব্যতিক্রমী কমেডি-ড্রামা ‘পিতা পুত্রের বয়স’।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
জহির সাহেবদের বংশে সবাই অল্প বয়সে বিয়ে করে। কারণ তারা সবাই অল্প বয়সে নাতি-নাতনি দেখতে চায় এমনকি পৃথিবীর সবাই যেখানে বয়স কমিয়ে দিয়ে জন্মনিবন্ধন করে সেখানে জহির সাহেবরা জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে দিয়ে নিবন্ধন করে। যাতে ১৯ বছর বয়সে সার্টিফিকেটে ২১ হয় তাতে বিয়ে করতে কোনো বাধাই না থাকে। জহির সাহেব হাসিখুশি মেজাজ আর বন্ধুসুলভ আচরণে অনেকেই তাকে ছেলে জিসানের সহপাঠী ভেবে ভুল করে বসে। জিসানের বান্ধবীরা জহির সাহেবকে দেখে ক্রাশ খায়, যখন জানতে পারে জিসানের বাবা তখন সবাই বিভ্রান্ত হয়। নাটকে দেখা যায় একের পর এক মজার সব ঘটনা।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা