বিয়ে করেই পরদিন ওমরাহ করতে গেলেন চিরকুটের নিরব

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
শেয়ার :
বিয়ে করেই পরদিন ওমরাহ করতে গেলেন চিরকুটের নিরব
ছবি : সংগৃহীত।

বর-কনে তৈরি, কিন্তু হচ্ছে না বিয়ে! কারণ হাতে আসেনি সৌদি ভিসা! ভিসা এলো, চূড়ান্ত হলো দিন। বিয়ে করলেন তারা; আর পরদিনই উড়ে গেলেন পবিত্র মক্কা নগরীতে।

এমনভাবেই শুভ কাজটি সারলেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য জাহিদ নিরব। কনে তার প্রেমিকা ও দীর্ঘদিনের বান্ধবী সূচনা তাসমিন।

মক্কা নগরী থেকেই এভাবেই জানালেন বিয়ের সংবাদটি। নিরব বলেন, ‘নতুন এই জার্নিটা আমরা এভাবেই শুরু করতে চেয়েছি। গত ২৩ অক্টোবর আমরা বিয়ে করেছি। এর পরদিনই এসেছি সৌদি আরবে। ইতোমধ্যেই পবিত্র ওমরাহ সম্পন্ন করতেই আমাদের এখানে আসা।’

এমন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সূচনা ও আমি—দুজনই এর আগে ওমরাহ করেছি। তাই এখানের প্রতি আমাদের আলাদা টান রয়েছে। বিয়ের পরের ডেস্টিনেশন হিসেবে আমরা মক্কাকেই বেছে নিয়েছি। সেভাবেই আমরা ভিসা করেছি। ভিসাপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আমরা বিয়ের আয়োজনটি করি।’

কনে সূচনা আইন নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া বনানীতে তার বিউটি পার্লার আছে। নিরব বলেন, ‘আমাদের পরিচয় ও বন্ধুত্ব প্রায় এক যুগের। আর গত দুই বছর ধরে আমরা প্রেমের সম্পর্কে আছি। এরপর পারিবারিকভাবে বিয়েটা হলো। আর আমাদের উকিল বাবা হয়েছেন আমার বন্ধু, অভিনেতা জিয়াউল হক পলাশ।’

প্রসঙ্গত, জাহিদ নিরব বর্তমানে বেশ কিছু কাজে ব্যস্ত আছেন—চলচ্চিত্র ও ওয়েব সিরিজে মিউজিক পরিচালনা করছেন। এর মধ্যে ব্যাচেলর পয়েন্ট-৫–এর ১৭তম পর্ব থেকে তার মিউজিক পরিচালনা পাওয়া যাবে।

আমাদের সময়/কেইউ