আসছে ‘এই অবেলায় ২’

বিনোদন প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১৭:০৫
শেয়ার :
আসছে ‘এই অবেলায় ২’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা এলো শিরোনামহীনের জনপ্রিয় গান ‘এই অবেলায়’র সিকুয়েলর। নাম ‘এই অবেলায় ২’। ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’র শেষ গান হিসেবেই এটি প্রকাশ পাবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

এর ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ভিডিও প্রযোজনায় সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। ব্যান্ড সূত্রে জানা গেছে, ‘এই অবেলায় ২’ একই দিনে বাংলা ও ইংরেজি- দুই ভাষার ভার্সনেই মুক্তি পাবে।

গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে আছেন উপস্থাপিকা নীল হুরেজাহান। কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে। ইতিমধ্যে গানটির অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ব্যান্ডটির দলনেতা জিয়া রহমান জানান, আজই মুক্তি পাচ্ছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক। এটি তার প্রথম নির্মিত গান শিরোনামহীনের জন্য। গানটি প্রকাশিত হবে ইউটিউবে সন্ধ্যা ৭টায়।

‘ক্লান্ত কফিশপ’ প্রকাশের পরই ব্যান্ড সদস্যরা উড়ে যাবেন কানাডার টরন্টোর উদ্দেশে। এটি শিরোনামহীনের প্রথম কানাডা সফর।

আমাদের সময়/ এসএ