যে বিজ্ঞাপন নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডার দূরত্ব
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক-বিরোধী প্রচার চালানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপন প্রচারের জেরে ট্রাম্পের রোষানলে পড়তে যাচ্ছে কানাডা। দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নিয়ে নেতিবাচক তথ্য প্রচার করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবেন। এই আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা করেনি। গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও বিজ্ঞাপনটি প্রচার করেছে। এটি একটি প্রতারণা।
তিনি বলেন, বিকৃত তথ্য উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমান আরোপিত শুল্কের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে। মালয়েশিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে এই বার্তাটি পোস্ট করেন ট্রাম্প।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
শুক্রবার কানাডায় মেজর লীগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম খেলায় সম্প্রচারের সময় ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। যেটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতেই যুক্তরাষ্ট্রে প্রচারিত তাদের ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপন প্র্রচার স্থগিত করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস