গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
সাধারণ একটি ঘটনা গুজবের কারণে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গুজব বাজ’। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।
শহর থেকে গ্রাম- গুজবের ছায়া যেন সর্বত্রই বিস্তৃত। কারো স্বার্থসিদ্ধির জন্য শুরু হয় গুজব রটনা। কিন্তু শেষমেশ সেই গুজবের শিকার হয় তারা নিজেরাই। এই বাস্তবতাকেই নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এর গল্পে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।
‘গুজব বাজ’ নাটক সম্পর্কে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘এটি শুধু বিনোদনের জন্য নয় বরং একটি সতর্কবার্তা। এখন তথ্যপ্রবাহের যুগে গুজব কত সহজে মানুষের জীবনে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনে- সেই বার্তাই আমরা দর্শকের সামনে তুলে ধরেছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফাতেমা হিরা, ইমরান আজান, লিটন খন্দকার, সিদ্দিক মাস্টার, নোয়াখালীর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল (সুধি সেলিম), ফাহিম, সুমাইয়া অ্যামি, কবিরাজ, আইমান শুভ প্রমুখ।
নাটকটি প্রযোজনা করেছেন মো. মাসুদুর রহমান আদিৎ, আর গোল্ডমার্ক পপসের ব্যানারে নির্মিত নাটকটি গত শনিবার ড্রিম আই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ