মা হারালেন নির্মাতা অনিমেষ আইচ

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৬
শেয়ার :
মা হারালেন নির্মাতা অনিমেষ আইচ

মা হারালেন গুণী নির্মাতা অনিমেষ আইচ। গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকেলে তার মা অঞ্জলি আইচ শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।

মৃত্যুর খবরটি জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার মা স্বর্গের পাখি হয়ে গেলেন। বিদায় মাগো।’

নির্মাতার এই শোকবার্তায় সহকর্মী ও অনুসারীরা শোক ও সমবেদনা জানিয়েছেন। 

অঞ্জলি আইচ ছিলেন তিন সন্তানের জননী। তার তিন সন্তানের মধ্যে অনিমেষ আইচ ছাড়াও অঞ্জন আইচ নাটক ও সিনেমা নির্মাণের সাথে যুক্ত এবং আরেক সন্তানের নাম অনুপ আইচ। শোকাবহ এই মুহূর্তে গোটা সাংস্কৃতিক অঙ্গন নির্মাতা অনিমেষ আইচের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।