মা হারালেন নির্মাতা অনিমেষ আইচ
মা হারালেন গুণী নির্মাতা অনিমেষ আইচ। গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকেলে তার মা অঞ্জলি আইচ শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।
মৃত্যুর খবরটি জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার মা স্বর্গের পাখি হয়ে গেলেন। বিদায় মাগো।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
নির্মাতার এই শোকবার্তায় সহকর্মী ও অনুসারীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অঞ্জলি আইচ ছিলেন তিন সন্তানের জননী। তার তিন সন্তানের মধ্যে অনিমেষ আইচ ছাড়াও অঞ্জন আইচ নাটক ও সিনেমা নির্মাণের সাথে যুক্ত এবং আরেক সন্তানের নাম অনুপ আইচ। শোকাবহ এই মুহূর্তে গোটা সাংস্কৃতিক অঙ্গন নির্মাতা অনিমেষ আইচের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন