স্বাভাবিক হয়নি মেট্রোরেল সেবা, এখনো চলছে মেরামতের কাজ

অনলাইন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১০:৪২
শেয়ার :
স্বাভাবিক হয়নি মেট্রোরেল সেবা, এখনো চলছে মেরামতের কাজ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু হয়েছিল, সেই পিলারটি এখনো মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। তারা জানিয়েছেন, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালেও পিলার মেরামতের কাজ চলে।

জাপানি কারিগরি টিমের এক সদস্য জানিয়েছেন, পিলার বা অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি, শুধু বিয়ারিং প্যাডের অংশটি খুলে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।’

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

আমাদের সময়/এআই