যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘ভায়োলেটস গ্রুপস’ আয়োজিত একটি অনুষ্ঠানে ‘বেস্ট অ্যাকট্রেস’ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ‘ভায়োলেটস’-এর সিইও শারমিন তানিম স্বাক্ষরিত সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তাকে। ‘জান্নাত’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য, এর পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের কমার্শিয়াল নায়িকাদের মধ্যে তিনি কৃতিত্ব অর্জন করায় এবং অভিনয়দক্ষতা- এ কারণেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে মাহিয়া মাহি বলেন, ‘সিনেমায় অভিনয়জীবনের এক যুগেরও বেশি সময়ের পথচলায় বাংলাভাষী কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিছুদিন আগেও যখন আর্তনাদ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরার ঘোষণা এলো তখন দর্শকের ভালোবাসায়, শুভেচ্ছায় আমি সিক্ত হয়েছি। দর্শক আমাকে মন থেকে একজন অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে এতটা ভালোবাসেন তা নতুন করে অনুভব হলো। আরও ভালো লাগা বাড়িয়ে দিল ভায়োলেটস গ্রুপ থেকে জান্নাত-এ অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস স্বীকৃতি পেয়ে।
বিদেশের মাটিতে এই স্বীকৃতি আমাকে মোহিত করেছে। আর ভায়োলেটস একটি অলাভজনক সংস্থা, যা মহিলা উদ্যোক্তাদের সঙ্গে কাজ করে। আন্তরিক কৃতজ্ঞতা শারমিন তানিম আপুসহ এর নেপথ্যে যারা আছেন এবং আমার বাংলা সিনেমাপ্রেমী সব ভক্ত-দর্শকের প্রতি। এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সবাইকে, আমার বন্ধুবান্ধবদের খু-উ-ব মিস করব। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ নায়িকা হিসেবে মাহি ‘অগ্নি’ সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে আলোচনার শীর্ষে চলে আসেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল