জোটের ভোটে ইচ্ছামতো প্রতীক চায় বিএনপি, যা বললেন ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এই নিয়মের সঙ্গে একমত নয় বিএনপি। আরপিওর ২০ ধারার সংশোধনে আপত্তি জানিয়েছে দলটি। বিএনপি চায়, জোটের ভোটে নিজের ইচ্ছামতো প্রতীক যেন প্রার্থী পান। গণপ্রতিনিধিত্ব আদেশে এসংক্রান্ত সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপির এ আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, ‘আরপিও নিয়ে বিএনপি চিঠি দিয়ে গিয়েছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার এ তালিকা প্রকাশ করা হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আখতার আহমেদ বলেন, ‘তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয়েছে।’
তিনি জানান, পর্যবেক্ষক সংস্থাটি আগামী নির্বাচনে কয় সদস্যবিশিষ্ট টিম পাঠাতে চায় সে বিষয়ে কথা হয়নি। তবে ভোটের আগে-পরে মিলিয়ে ভোটের মাঠে নির্বাচন পর্যবেক্ষণে থাকতে চায় তারা।
ইসি সচিব বলেন, ‘এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে তা পর্যালোচনা করতে সময় লাগছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী যেভাবে আগাচ্ছি, সবকিছু যে শতভাগ করা সম্ভব নয়- এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। এখন সবকিছুই মেপে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই এডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এই ফ্লেক্সিবিলিটি তো আছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি দেখছি না। আমার মনে হয় আপনারা আরও ভালো জানেন- আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমার বিশ্বাস হয়নি।’
আমাদের সময়/এআই