মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলল অপহরণকারীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ মুক্তিপণের টাকা না পেয়ে এক কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার (২৬ অক্টোবর) রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত শিক্ষার্থী রেদোয়ান হোসেন স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
তার বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে টাকা আদায়ের লোভে তার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় রেদোয়ানকে।
একপর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাবা আক্তার হোসেন বিষয়টিকে প্রথমে দুষ্টুমি ভেবে ফোন কেটে দিলে ক্ষুব্ধ হয়ে অপহরণকারীরা রেদোয়ানের ডান চোখ ছুরি দিয়ে উপড়ে ফেলে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আমাদের সময়/আরডি