ল্যুভর মিউজিয়ামে চুরি, আটক ২
প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে প্যারসিয়ান। পত্রিকাটি জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি প্যারিসের সেন-সাঁ-দেনি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে বিমানে চড়ার চেষ্টা করছিলেন।
গত রোববার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনা ঘটে। চারজন ব্যক্তি দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে জাদুঘরে প্রবেশ করে।
ফ্রান্সের আইনমন্ত্রী স্বীকার করেছেন যে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভয়াবহ এই চুরির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ফ্রান্সের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে গ্রেফতার করা হয় শনিবার সন্ধ্যায়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তও করছে পুলিশ।
সূত্র: বিবিসি
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এমএইচ/