বিক্রি হয়নি সিনেমার একটি টিকিটও

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৭:১৭
শেয়ার :
বিক্রি হয়নি সিনেমার একটি টিকিটও

গেল শুক্রবার রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খানের সিনেমা ‘কন্যা’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। আরও অভিনয় করেছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভসহ অনেকে।

১০টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি একটি মাল্টিপ্লেক্স- লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে ‘কন্যা’। তবে মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সে এর একটি টিকিটও বিক্রি হয়নি! সেখানে প্রতিদিন দুটি করে শো চলছে ‘কন্যা’র। একটা বিকেল ৪টায়, অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়।

হলের ম্যানেজার হায়দার আলী বলেন, ‘সম্প্রতি যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে কোনোটাই চলেনি। “ব্যাচেলর ইন ট্রিপ”, “বান্ধব”, “সাত ভাই চম্পা” কোনোটাই চলেনি। আর সবশেষ “কন্যা”র অবস্থা ভয়াবহ, একটি টিকিটও বিক্রি হয়নি।’

বলা দরকার, চলতি মাসের ৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ এবং ‘বান্ধব’ সিনেমা দুটি।

আমাদের সময়/ এসএ