গাড়িচাপার ঘটনায় সিসিটিভি দেখে অভিনেত্রীকে শনাক্ত

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৩:১৯
শেয়ার :
গাড়িচাপার ঘটনায় সিসিটিভি দেখে অভিনেত্রীকে শনাক্ত

সপ্তাহখানেক আগে বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু মুহূর্তেই চম্পট দেয় অভিযুক্ত গাড়িটি। তারপর থেকেই এই ‘হিট অ্যান্ড রান’ দুর্ঘটনার অভিযুক্তের সন্ধান পেতে মাঠে নামে পুলিশের একটি তদন্ত দল। অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জনপ্রিয় কন্নড় অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী দিব্যা সুরেশের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে জানা যায়, গত ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ব্যাতারায়ণপুরার নিত্য হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মোটরবাইকে তিনজন যাত্রী ছিলেন। আর বেপরোয়া গতিতে দিব্যা সুরেশের গাড়িটি ছুটে এসে ওই তিন আরোহীকে ধাক্কা মারে।

দুর্ঘটনা কবলিত বাইকে ছিলেন অনুশা ও অনিতা নামের দুই নারী ও তাদের খুড়তুতো ভাই কিরণ। রীতিমতো ছিটকে পড়েন তারা। অনুশা ও কিরণ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও অনিতা গুরুতর আঘাত পেয়েছেন। তার পা ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এই ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযোগপত্রে বলা হয়, কুকুরের ঘেউ ঘেউ এড়াতে বাইক আরোহীরা সামান্য ঘুরে দাঁড়িয়েছিলেন, তখনই সুরেশের গাড়িটি এসে তাদের ধাক্কা মারে। শুধু তাই নয়, কোনো সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায় গাড়িটি।

প্রাথমিকভাবে গাড়িটি অজ্ঞাত পরিচয় হিসেবে এফআইআর-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একজন নারী এটি চালাচ্ছিলেন বলে উল্লেখ ছিল। অবশেষে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে গাড়িটি ট্র্যাক করে এবং নিশ্চিত করে যে, এটি দিব্যা সুরেশের।

বেঙ্গালুরু পশ্চিম ট্রাফিক বিভাগের ডিসিপি ড. অনুপ শেঠি জানান, তারা ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি আরও তদন্ত চলছে।

আমাদের সময়/ এসএ