ভারতে পাচারকালে সীমান্তে তরুণী উদ্ধার, বাবা-ছেলে আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে এক তরুণী উদ্ধার হয়েছে। এসময় আটক হয়েছে দুই পাচারকারী বাবা-ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদরের বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে ওই তরুণীকে উদ্ধার করে বিজিবি।
জানা গেছে, উদ্ধারকৃত তরুণীর নাম সেতু আক্তার (২৩)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেখের মেয়ে।
আরও জানা যায়, আটক পাচারকারীদের নাম মো. আবুল কালাম (৭৪)। পিতার নাম মৃত আব্দুল খালেক ও তার ছেলে ইমরান হোসেন (২৩)। সাতক্ষীরা সদরের কুলিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচারকারী আবুল কালাম ও তার ছেলে ইমরান হোসেনসহ মানবপাচার চক্রের আরও ১৫ জন পলাতক আসামির সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যান। কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় সেতুকে তাদের বাড়িতে এনে রাখেন।
মো. আশরাফুল হক বলেন, ‘এ বিষয়ে আটক মানবপাচারকারী দুজন ও আরও জড়িত পলাতক ১৫ জন আসামির নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আমাদের সময়/আরআর