অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার বস্তা সার জব্দ

লালমনিরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১০:০২
শেয়ার :
অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার বস্তা সার জব্দ

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩ হাজার ৬৩ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

জানা গেছে, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের হরিসভা এলাকায় মঞ্জুরের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩ বস্তা সার জব্দ করা হয়।

এরপর দুপুরে দহগ্রাম রোডের ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী রাসেল নামের এক ব্যবসায়ীকে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার গোডাউন থেকে ১ হাজার ৩০০ বস্তা সার জব্দ করা হয়।

এদিন রাত ৮টার দিকে বড় মসজিদ রোডে জান্নাত ট্রেডার্সে অভিযান চালিয়ে মালিক মিলন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গোডাউন থেকে ৭০০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘অবৈধভাবে সার মজুদ ও খুচরা বিক্রির অপরাধে তিনজন খুচরা সার বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সারের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে।’

আমাদের সময়/আরআর