যুক্তরাষ্ট্রে আবার নির্বাচনে লড়বেন কমলা
যুক্তরাষ্ট্রে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ে পরাজিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। কিন্তু তিনি বলেছেন, ‘আমার যাত্রা এখনও শেষ হয়নি’। তিনি মনে করেন, একদিন হোয়াইট হাউসে একজন নারী প্রেসিডেন্ট থাকবেন। সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।
যুক্তরাজ্যে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেন, ২০২৮ সালে আবারও তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। একই সঙ্গে তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়ে খারিজ করা জরিপগুলোকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘অত্যাচারী’ বলে বর্ণনা করেছেন তিনি।
আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে কি না- এই প্রশ্নের জবাবে কমলা বলেন, তাঁর জীবদ্দশায়, অবশ্যই একজন নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। তিনি হবেন কি না- জানতে চাইলে বলেন, ‘সম্ভবত’ তিনি প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কমলা বলেন, এখনও তিনি কোনো সিদ্ধান্ত নেননি তবে জোর দিয়ে বলেছেন, তিনি এখনও নিজেকে রাজনীতিতে সক্রিয় কর্মী হিসেবে মনে করেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস