বিএনপির এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

চট্টগ্রাম ব্যুরো
২৬ অক্টোবর ২০২৫, ০৮:২১
শেয়ার :
বিএনপির এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আট জেলার ৩৬টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের আজ রবিবার ঢাকার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। বিকাল ৪টায় অনুষ্ঠেয় এ বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলটির শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন রয়েছে ১৬টি। এসব আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী অর্ধ শতাধিক।

আজকের বৈঠকে উপস্থিত থাকার জন্য ফোন পেয়েছেন দলটির প্রায় ৪৫ নেতা। এ ছাড়া একই বৈঠকে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ ৩৬টি সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে।

জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, আগামীকাল (আজ) ঢাকার গুলশান অফিসে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে চট্টগ্রামের ১৬টি, কক্সবাজারের চারটি, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের তিনটি, নোয়াখালীর ছয়টি, লক্ষ্মীপুরের চারটি এবং ফেনী জেলার তিনটি আসনসহ ৩৬ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে- জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চট্টগ্রামের ১৬টি আসনে ১৬ জনের নাম চূড়ান্ত করা হবে। আসনওয়ারি যাঁদের নাম চূড়ান্ত করা হবে, তাঁদের পক্ষে অন্যদের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কাজ করার বার্তা দেওয়া হবে হাইকমান্ড থেকে। চলতি অক্টোবরের মধ্যে চূড়ান্তকৃত প্রার্থীদের দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

এদিকে গতকাল শনিবার বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, আজকের ঢাকার গুলশান অফিসের বৈঠকে উপস্থিত থাকতে কেন্দ্র থেকে ফোন পেয়েছেন। বৈঠকে যোগ দেবেন। এতদিন মাঠে ছিলেন। বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামেও সম্পৃক্ত ছিলেন। আজকের ভাগ্য পরীক্ষায় কী হয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। এমপি মনোনয়ন প্রার্থী আবু সুফিয়ান আমাদের সময়কে বলেন, কেন্দ্র থেকে বৈঠকে উপস্থিত থাকার জন্য ফোন পেয়েছি। বৈঠকে উপস্থিত থাকব ইনশা আল্লাহ।