দিনাজপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা
দিনাজপুরের বীরগঞ্জে তিথি রায় (২৩) নামে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) সকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিথি রায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর বিলপাড়া গ্রামের মৃত রঘুনাথ মাষ্টারের মেয়ে।
তিথির মা রঞ্জনা রায় জানান, ভার্সিটিতে পড়া অবস্থায় একটি মেসে থাকাকালে গত জুলাই মাসে একইভাবে তার রুমমেট ও বান্ধবী আত্মহত্যা করে। তখন থেকেই তিথি অনেকটা ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করত। তাকে মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে অনেক চিকিৎসাও করানো হয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার হারুন উর রশীদ (রইস্যা) দুঃখ প্রকাশ করে বলেন, বাবাহীন একজন মেধাবী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোক চলছে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’
আমাদের সময়/আরডি