জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৪

ধোবাউড়া (ময়মনসিংহে) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৭
শেয়ার :
জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৪

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

উভয়পক্ষে যারা আহত হয়েছেন তারা হলেন রুবেল (৩০), ইয়াছিন (২৫), জসিম (২৭), নাজিম উদ্দিন (৪০), মর্জিনা (৩০), লিপি (৩৫), সেলিনা (৩৫), ফিরোজ (৩৫), রুজিনা (৩৫), রিপন (৪০), আজিত (৪৫), আনিছ (২৮)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাসপাতালে আহত শহিদ পরিবারের রুবেল মিয়া (৩০) সাংবাদিকদের বলেন, ‘একই এলাকার আবুল সিকদার গংদের সঙ্গে জায়গা জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরের দিকে আমার পরিবারের কয়েকজন বাড়ির পাশে জমিতে মাছ মারতে গেলে, আবুল সিকদার গংরা তাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। একই সঙ্গে রামদা, লোহার রড, বল্লম, সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার মাথায় কোপ দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষে অনেককে কুপিয়ে আহত করা হয়।’

প্রতিপক্ষ রিপন মিয়া বলেন, ‘রুবেলের লোকেরা মেরে আমাদের মাথা ফাটিয়ে দিছে।’ 

এ বিষয়ে হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান জানান, পুলিশের একট টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানা গেছে।

আমাদের সময়/আরডি