অভিনয়ে বিল গেটস!
অবিশ্বাস্য মনে হলেও সত্যি! ভারতের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘কিউ কি সাঁস ভি কাভি বহু থি’তে দেখা গেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটসকে! ২৫ বছর আগে শুরু হওয়া এই আইকনিক ধারাবাহিকটি এ বছরের জুলাই মাসে নতুন করে সম্প্রচারে ফিরে আসে। প্রথম সিজনের মতোই এবারও নববধূ তুলসী চরিত্রে আছেন অভিনেত্রী ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে এবার সবচেয়ে বড় চমক- বিল গেটসের উপস্থিতি।
গত বৃহস্পতিবার প্রচারিত এক পর্বে দেখা যায়, তুলসীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন গেটস। মাতৃ ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনা করছেন দু’জন। শুরুতেই আমেরিকান উচ্চারণে হিন্দি বলে তুলসীকে সম্ভাষণ জানাতে শোনা যায় গেটসকে- ‘নমস্তে তুলসী জি।’ জবাবে স্মৃতি হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, একদম ঠিক বলেছেন!’
দৃশ্যটির দৈর্ঘ্য প্রায় চার মিনিট। এতে দেখা যায়, তুলসী গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন ‘গোধ-ভারাই’ অনুষ্ঠানে, ঠিক সেই সময়েই আসে বিল গেটসের ভিডিও কল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রযোজনা সংস্থা জিওস্টার এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সমাজে সচেতনতা তৈরির লক্ষ্যে গল্প বলার মাধ্যমে বাস্তব বার্তা পৌঁছে দিতে চায় তারা। ধারাবাহিকটির তিনটি পর্বে দেখা যাবে বিল গেটসকে।
জিওস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমন্ত বোস বলেন, ‘গল্প শুধু বিনোদনের জন্য নয়, এটি মানুষকে তথ্য দিতে পারে, অনুপ্রাণিত করতে পারে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে মাতৃ ও শিশুমৃত্যু কমাতে কাজ করছে। তাই সচেতনতার এই বার্তা পৌঁছাতে জনপ্রিয় ধারাবাহিকের চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর হতেই পারত না।
পর্বটির প্রোমো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া ফেলে দেয়। মাত্র ২৪ ঘণ্টায় ইনস্টাগ্রামে ভিডিওটি ৬ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, আর মন্তব্যের ঘরে নেটিজেনদের বিস্ময়ভরা প্রতিক্রিয়া যেন থামছেই না।
আমাদের সময়/ এসএ