ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ববি
আলোচনায় এখন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে অভিনয় নিয়ে নয়, আলোচনায় একটি ভাইরাল অডিও। যেখানে উঠে এসেছে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশার মামুনে সঙ্গে নায়িকার কথোপকথন। যার সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জনও রটেছিল বেশ কিছুদিন আগে।
এদিকে, ভাইরাল হওয়া অডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে আর নীরব থাকতে পারলেন না নায়িকা। তার দাবি- বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে এটি বানানো হয়েছে। ষড়যন্ত্র করে কেউ এমনটা করেছে।
গণমাধ্যমে ববি বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ওই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কী? এ প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, ‘একদম স্বাভাবিক সম্পর্ক। আমি এখন আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। “তছনছ” নামের একটি সিনেমার শুটিং করছি। এখন আমার সব মনোযোগ ওদিকে।’
জানা গেছে, মির্জা আবুল বাশার মামুন ‘বউ’ শিরোনামে একটি সিনেমা বানিয়েছেন, যার নায়িকা ববি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ