কোক স্টুডিওতে তুহিনের ‘ক্যাফে’
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’র গায়ক তানযীর তুহিন এবার হাজির হলেন ‘কোক স্টুডিও বাংলা’তে। যেখানে সঙ্গে পাওয়া গেল লাতিন ও জ্যাজ আমেজও। গানের শিরোনাম ‘ক্যাফে’।
যেখানে সময় যেন থমকে যায়, কণ্ঠস্বর নেমে আসে, আর প্রতিটি টেবিল নিজস্ব গল্প বলে। কেউ হয়তো প্রথম দেখা স্মরণ করছে, কেউ শেষ বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে, কেউ আবার নীরবভাবে বোঝার চেষ্টা করছে, নীরবতার গভীরতা কী? মানুষ আসে, যায়, তবু কিছু যেন চিরকাল থেকে যায়- ছেঁড়া পাতার স্মৃতির মতো, কফির কাপে হেসে ওঠা এক মুহূর্তের ঝলকানির মতো। ক্যাফে সেই নিঃশব্দ মুহূর্তের মধ্য দিয়ে জন্ম নিয়েছে- এমনটাই বলেছেন এর শিল্পীরা।
এতে ব্যবহৃত হয়েছে ‘ক্যাফে’ শিরোনামের গানের কিছু অংশ, যা লিখেছিলেন রবার্ট গুয়েইটস ও এডি পালমিয়েরি। গানটি প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিএমজি রাইটস ম্যানেজমেন্ট, যা বিএমজি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে কপিরাইট সংরক্ষিত এই গানটি ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মূল গানের বাংলা কথা ও সুর গৌতম চট্টোপাধ্যায়ের, যিনি ব্যান্ড মহীনের ঘোড়াগুলি-এর সদস্য ছিলেন। গানে দেখা গেছে, এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণ- এফ্রো-কিউবান জ্যাজের তেজ, লাতিন সালসার উষ্ণতা এবং বাংলার পঙক্তির কোমলতা। তানজীর তুহীন, ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি গানটিতে অংশ নিয়েছেন।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট