‘গাজায় ত্রাণ বিতরণে যুক্ত থাকতে পারবে না জাতিসংঘ’

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৮
শেয়ার :
‘গাজায় ত্রাণ বিতরণে যুক্ত থাকতে পারবে না জাতিসংঘ’

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা(ইউএনআরডব্লিউএ) যুক্ত থাকতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, হামাস যেমন ভবিষ্যতে কখনো গাজার ক্ষমতায় থাকতে পারবে না, তেমন করেই ইউএনআরডব্লিউএ কোনো ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ অক্টোবর) রুবিও দাবি করে, ইউএনআরডব্লিউএ হামাসের অঙ্গ সংগঠন হয়ে দাঁড়িয়েছে। 

জবাবে ইউএনআরডব্লিউএ জানায়, গাজার ধ্বংসস্তূপে তাদের অবস্থান অত্যন্ত জরুরি। এক্স এ দেওয়া এক পোস্টে তারা জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুযায়ী ইউএনআরডব্লিউএ এর কোনো বিকল্প গাজা উপত্যকায় নেই। 

জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হকও রুবিওর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ইউএনআরডব্লিউএ অবশ্যই হামাসের সঙ্গে যুক্ত নয়। তারা গাজায় মানবিক কার্যক্রমের মেরুদণ্ড।’