কালশীতে পুড়ল পোশাক কারখানা
রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) রাতে তৈরি পোশাকের একটি কারখানা আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বহুতল ভবনটির ছয়তলায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় পোশাক কারখানা, তৃতীয় তলা বর্তমানে ফাঁকা এবং ওই তলায় কোনো প্রতিষ্ঠানও নেই। ভবনটির দ্বিতীয় তলায় বিবাহ বাড়ি নামের একটি কমিউনিটি সেন্টার এবং নিচতলায় দোকানপাট।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ষষ্ঠ তলা পুড়ে গেলেও অন্য তলাগুলোতে আগুন ছড়াতে দেয়নি ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে আরও তিনটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ভবনটিতে থাকা পোশাক কারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম।
এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছিলেন।তবে তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আমাদের সময়/এএস