কদমতলীতে নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ
রাজধানীর কদমতলীর দনিয়ায় নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী মনির হোসেনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, নিহত মনির ভোলা সদর উপজেলার পূর্ব চর কান্দি গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। বর্তমানে দনিয়ার সরাইল মসজিদ পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
মৃতের ছেলে রুবেল (৩৩) জানিয়েছেন, বাসার অদুরে ব্রাইট স্কুল এন্ড কলেজ এর পাশে চা পানের দোকান করেন। প্রতিদিনের মতো সকালে চায়ের কেটলি নিয়ে দোকানে যান এবং দোকানের সাটার লাগিয়ে দিয়ে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে সকাল ৯টা বেজে গেলেও দোকান বন্ধ দেখে স্বজনরা আশপাশে তাকে খোঁজ করেন। দোকানে গিয়েও তাকে ডাকাডাকিতে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সেসময় শাটার খুলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
সেখান থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে বলেন, ‘বাবা রাগী প্রকৃতির ছিলেন। আমিসহ আমরা কয়েক ভাই আলাদা থাকি। যতোটুকু শুনেছি বাবা কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। ওই টাকা তার পাওনাদারকে দিতে পারছিলেন না। বিষয়টি আমাদেরকে শেয়ারও করেননি তিনি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, মৃত মনির হোসেন ৪ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।
আমাদের সময়/আরআর