ওমরাহ নিয়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা
ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট প্রদর্শন করতে হবে। যে কোনো দেশের নাগরিক এবং যে কোনো ধরনের ভিসাধারী যাত্রীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন-এমন সব যাত্রীকেই এখন থেকে ইমিগ্রেশনের সময় ফিরতি টিকিট দেখাতে হবে। রিটার্ন টিকিট না থাকলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সাঈদ মিরান নামের এক ব্যক্তি তার অভিজ্ঞতার কথা জানান। তিনি ওমরাহ ভিসা নিয়ে দুবাই বিমানবন্দর থেকে রিয়াদে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার পরিকল্পনা ছিল সৌদি আরব পৌঁছে পরে ফিরতি টিকিট কাটবেন। তবে চেক-ইন কাউন্টারে তাকে বলা হয়, রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া সম্ভব নয়।
মিরান বলেন, আমি ভেবেছিলাম মদিনায় কয়েকদিন অবস্থান করার পর ফিরতি টিকিটের ব্যবস্থা করব। কিন্তু শেষ মুহূর্তে আমাকে দ্রুত অনলাইনে রিটার্ন টিকিট কাটতে হয়েছে। এতে আমার দেড় ঘণ্টা সময় চলে যায়। এরপরই আমি চেক-ইন করতে পেরেছি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমিরাতের ভ্রমণ সংস্থাগুলো নিশ্চিত করেছেন, প্রতিটি ওমরাহ যাত্রীর ভ্রমণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য সৌদি আরব এই কড়াকড়ি চালু করেছে। ভিসা বা নাগরিকত্ব নির্বিশেষে এখন সবার জন্যই রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস