শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

ঢামেক প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
শেয়ার :
শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর শাহবাগ থানা এলাকা অজ্ঞাত বাসের ধাক্কায় এক ভবঘুরে নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানাধীন হাইকোর্টের দিয়ে রাস্তা পারাপারে সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভবঘুরে এক নারী (৩০) গুরুতর আহত অবস্হায় পড়ে থাকেন। এসময় থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই হামিদ।

আমাদের সময়/আরআর