গরুর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের
ব্রাজিলের তরুণ ফুটবলার আন্তনি ইলানোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
২০ বছর বয়সী ইলানো পিয়াউই ক্লাবের যুব দলে খেলতেন। যেখানে নিজের বাবার জন্মদিনের দিনই ঘটে এই দুঃখজনক ঘটনা। জন্মদিনের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় উঠে আসা একটি গরুর সঙ্গে তার সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
ব্রাজিলের বিভিন্ন ফুটবল ক্লাব ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্বরা তরুণ এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইলানোকে ওই অঞ্চলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি নিয়মিতভাবে যুব লিগে খেলতেন।