সাংবাদিক সরওয়ার আজম মানিকের মা আর নেই
দৈনিক আমাদের সময়ের কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত দেড় মাসে দুইবার স্ট্রোক করার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
রাউজাতুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ফরিদুল আলমের সহধর্মিণী। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় মহেশখালীর কালারমারছড়া এলাকার চিকনিপাড়া জামে মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।