থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৮
শেয়ার :
থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন

থাইল্যান্ডের সাবেক রানী ও বর্তমান রাজা ভাজিরালংকর্ন এর মা সিরিকিত মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।  থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরোর বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে বেশ কয়েকটি অসুস্থতায় ভুগছিলেন সিরিকিত। একাধিকবার হাসপাতালেও থাকতে হয় তাকে। চলতি মাসে ব্লাড ইনফেকশনেও আক্রান্ত হন তিনি। 

ছয় দশকেরও বেশি সময় ধরে, রানী সিরিকিত থাইল্যান্ডের দীর্ঘতম রাজত্বকারী রাজা ভূমিবল আদুলিয়াদেজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যিনি ২০১৬ সালে মারা যান।