আবাহনীর জয় ব্রাদার্সের ড্র
ফুটবলের নতুন মৌসুমে ফুটবল লিগে দুই ম্যাচ খেললেও জয়ের দেখা মিলছিল না ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের। অবশেষে সেই জয় তারা পেল ফেডারেশন কাপে। শুক্রবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।
দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ ও ব্রাদার্স।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
শুক্রবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি পায় আবাহনী। সাদা কালো শিবির থেকে আকাশি হলুদ শিবিরে আসা মালির সুলেমান দিয়াবাতে গোল করে দলকে এগিয়ে নেন। কিংস থেকে আবাহনীতে আসা শেখ মোরসালিন ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর আরেকটি পেনাল্টি পায় আবাহনী। এবারও পেনাল্টি থেকে গোল করেন দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে শান্ত টুডুর গোলে ফকিরেরপুল ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৬৩ মিনিটে শেখ মোরসালিন নিজের জোড়া গোল করলে স্কোরলাইন ৪-১ হয়। ফকিরেরপুলের রিয়াদ ৬৯ মিনিটে গোল করলে ফকিরেরপুলের হারের ব্যবধান কমে ৪-২ হয়।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ব্রাদার্স লিগে গত রাউন্ডে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল। ফেডারেশন কাপে তারা পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে।
আরও পড়ুন:
বিপাকে আলভেস